কর্ণফুলী টানেল দেখতে পর্যটকের ভিড়


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কর্ণফুলী টানেল দেখতে পর্যটকের ভিড়

কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণ এখন আর স্বপ্ন নয়, বাস্তবে রূপ পেয়েছে। দৃশ্যমান হয়েছে স্বপ্নের বঙ্গবন্ধু টানেলের। 

শনিবার (২ জুন) টানেলের আনোয়ারা প্রান্তে বিভিন্ন এলাকা থেকে পরিবার পরিজন নিয়ে পর্যটকরা ছুটে এসেছেন টানেলের উন্নয়ন কর্মযজ্ঞ দেখতে।

ঘুরে ঘুরে পর্যটকরা টানেলের কর্মযজ্ঞ দেখছেন এবং টানেলের সংযোগ সড়কে উন্মুক্ত বাতাসে মনোমুগ্ধকর পরিবেশে হাঁটতে স্বাচ্ছন্দ্যবোধ করছে।

টানেল দেখতে আসা পর্যটকরা জানান, সরকারের মেগা প্রকল্পটি দৃশ্যমান হওয়ায় এবং দেখতে সুন্দর লাগায় ঘুরতে এসেছি। চাতরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুদ্দীন আহমেদ চৌধুরী  জানান, টানেল রোডটি এখন আশেপাশের লোকদের জন্য একটি চমৎকার দৃশ্যপট তৈরী হয়েছে।

প্রতিদিন বিকালে এখানে জনসাধারণ ঘুরে বেড়ায় কিন্তু সাপ্তাহিক ছুটির দিনে সাধারণত যারা চাকুরিজীবীরা তাদের পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসে। টানেলের সংযোগ সড়কটি এতোই মনোমুগ্ধকর টানেল চালু হলে এই দৃশ্যপট দেখতে দেশ বিদেশ থেকে ভ্রমণ পিপাসুরা দেখতে ছুটে আসবেন।

এসএ/