সোনারগাঁওয়ে কারখানার আগুন নিয়ন্ত্রণে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সোনারগাঁওয়ে কারখানার আগুন নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের ফ্রেশ কোম্পানির একটি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ১১ টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (৪ জুলাই) দুর্ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে প্রেস ব্রিফ করেছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন। 

তিনি জানান, কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আগুন নেভানোকে অগ্রাধিকার বিবেচনা করা হচ্ছে। এ কারণে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। 

এর আগে সোমবার সকালে আগুন লাগে। তবে আগুনে কোন হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

আর এইচ/আর/ওআ