রংপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ৫


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


রংপুরে অটোরিকশায় ট্রাকের ধাক্কায় নিহত বেড়ে ৫

রংপুরে রোগী নিয়ে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন- অটোরিকশাচালক রাজা মিয়া (৪৬), জান্নাত মাওয়া (৪), গীতা রানী (৬০) ও শাহজাহান মিয়া (৫৫)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (৫ জুলাই) দুপুর ১টায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিটি করপোরেশন এলাকায় সরেয়ারতলে এ দুর্ঘটনা ঘটে।

রমেক চিকিৎসকের বরাত দিয়ে পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাসুদ উল আলম।

তিনি জানান, ‘ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে সোয়া ১টার দিকে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়। দুই ঘণ্টা পর তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।’

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পীরগাছার চৌধুরাণী থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি রংপুরে আসছিল। অপর দিকে রংপুর থেকে পীরগাছা যাচ্ছিল একটি ট্রাক। সরেয়ারতল এলাকায় তাদের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের চাপায় ঘটনাস্থলে অটোরিকশার দুই যাত্রী প্রাণ হারান।

দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়া অটোরিকশার আহত যাত্রী আবদুল করিম (৫০) বলেন,‘পীরগাছাগামী বালুবাহী একটি ডাম্পট্রাক সাইড নিতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।’

ঘটনাস্থল পরিদর্শন করেছে মাহিগঞ্জ থানা পুলিশ। তারা হতাহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ‘হতাহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে। তবে সবার বাড়ি পীরগাছায় বলে জানা গেছে। এ ঘটনায় ডাম্পট্রাকটি জব্দ করা হয়েছে, চালককে আটক করা হয়েছে।’

ওআ/