লছমনপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান হাই


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


লছমনপুর ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান হাই

শেরপুর ৮নং লছমনপুর ইউনিয়নে’র জনসাধারনকে ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান মো. আব্দুল হাই।

শুভেচ্ছাবর্তায় তিনি জানান, বছর ঘুরে এলো খুশীর ঈদ। তাই ঈদের এই আনন্দঘন মুহুূর্তে আমার নিার্বচনী এলাকা ৮নং লছমনপুর ইউনিয়নের সর্বস্তরের মুসলিম ভাইবোনদেন জানাচ্ছি অগ্রিম ঈদুল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক।

আসুন ধনী ও গরীবের বৈষম্য ও ভেদাভেদ ভূলে গিয়ে এক কাতারে সামিল হয়ে ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ভাগাভাগি করে নেই। মহামারী এই করোনা ভাইরাসের প্রার্দূভাব থেকে বাচঁতে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করি। আসুন এই ঈদের দিনে নিজে মাস্ক পড়ি অন্যকে মাস্ক পড়তে উৎসাহিত করে নিজে নিরাপদে থাকি অন্যকে ও নিরাপদে রাখি। আবারো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক।

ওআ/