চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু, ২ শিশু আহত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজনের মৃত্যু, ২ শিশু আহত

ময়মনসিংহে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে রাশেদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই শিশু। 

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে নগরীর মিন্টু কলেজ রেলগেট এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, জামালপুর মেলান্দহ উপজেলার নাজির সোনাড় মিয়ার ছেলে রাশেদ মিয়া (৩৫)। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেট-সংলগ্ন এলাকায় যেতেই, ট্রেনের ছাদ থেকে রাশেদ মিয়াসহ আরও দুই শিশু পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই রাশেদ মিয়া ট্রেনে কাটা পড়ে মারা যান। তবে শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে দুই শিশুর সঙ্গে নিহত রাশেদ মিয়ার আত্মীয়তার সম্পর্ক আছে কি না, তা জানা যায়নি। নিহতের পরিবারকে সংবাদ দেওয়া হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/