দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বাসের ধাক্কায় নিহত ১, আহত ৭
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
লক্ষ্মীপুরে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে বাসের ধাক্কায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অঅহত হয়েছেন আরো ৭ জন।
বুধবার (১৩ জুলাই) ভোরে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। আহতরা হলেন, মনির হোসেন,সুমাইয়া আকতার, সাইফুল ইসলাম,আবুল খায়ের, রয়েল, এদের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক। তাদের সবাইকে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী রফিক ও আনোয়ার জানান, “ভোরে লক্ষ্মীপুর থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায় যাত্রীবাহী বাস চরচামিতা এলাকায় পৌঁছালে বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এসময় বিকট শব্দ হয়। গাড়ির সামনের দিকে থাকা ৭ জন আহত হয়। ঘটনাস্থলে ট্রাকের হেল্পার নিহত হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি। ”
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জনবাণীকে বলেন, “দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ মর্গে রয়েছে। এখনো তার নাম-পরিচয় জানা যায়নি।”
এসএ/