মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


মাদারীপুরে বাস-পিকআপ সংঘর্ষ, নিহত ২

মাদারীপুরের বাস ও পিকআপের সংঘর্ষে পিকআপের সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এ সময় আরো ১ জন আহত হয়েছেন।  

বুধবার (১৩ জুলাই) ভোরে রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় পৌর ভবনের সামনে যাত্রীবাহী বাস ও পিকআপের সংঘর্ষ ঘটে। 

নিহতরা হলেন- পিকআপে থাকা ড্রাইভার নওগাঁ জেলা পোসরা থানার ছাদ্দাম ও হেলপার খাইরুল। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জনবাণীকে জানান, ‍“একটি আম ভর্তি পিকআপ মাদারীপুরের দিকে যাচ্ছিল এবং সোনার বাংলা নামে একটি যাত্রীবাহী বাস খুলনার দিকে যাচ্ছিল। এসময় রাজৈর পৌর ভবনের সামনে আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে পিকআপের চালক ও হেল্পার দুইজন নিহত হন। এ সময় বাসটি পালিয়ে যায়।”

তবে এ ঘটনার পর সোনার বাংলা নামে বাসটি পালিয়ে যায়। পরে হাইওয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করে।

এসএ/