ঘোড়াঘাটে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
দিনাজপুরের ঘোড়াঘাটে এক শিক্ষকের বাড়ির দরজার তালা ভেঙ্গে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এ সময় বাড়িতে লোকজন ছিল না।
এতে বাড়িতে থাকা নীল রংয়ের ডিসকভার-১৩৫ মডেলের একটি মটর সাইকেল, স্বর্ণের অলংকার, নগদ টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায় সংঘবদ্ধ চোরেরা। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরের দিকে ঘোড়াঘাট থানার-১৫০ গজ পশ্চিমে কাজীপাড়া গ্রামে এ চুরি সংঘটিত হয়।
উপজেলা নুরজাহানপুর বে-সামরিক উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার প্রধান শিক্ষক আবু তাহের মোঃ মুরাদ বলেন, “সকাল ১০ টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে নওগাঁর আত্রাইয়ে বিয়ের বাড়িতে যান। পরে বিকাল সাড়ে ৪ টার দিকে লোকে মারফত জানতে পারে তার বাড়িতে চুরি হয়েছে।”
তিনি একই দিন সন্ধ্যার দিকে বাড়িতে এসে দেখে চুরি হয়ে যাওয়া মালামালের বিষয়ে গণমাধ্যমকে বলেন, “চোরেরা একটি মটর সাইকেল, আলমারিতে রক্ষিত আনুমানিক ৪ ভরি ওজনের স্বর্ণের অলংকার, নগদ ৫০ হাজার টাকা সহ প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। চুরির বিষয়ে তিনি ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ করেছেন।”
এসএ/