পায়রার বেড়িবাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত, আতঙ্কে মানুষ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


পায়রার বেড়িবাঁধ ভেঙে ৮ গ্রাম প্লাবিত, আতঙ্কে মানুষ

বরগুনার তালতলীতে পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে পানির নিচে ৮ গ্রাম। এতে পুকুরসহ ৫০টি মতো মাছের ঘের তলিয়ে গেছে।
 
মঙ্গলবার (১২ জুলাই) রাতে জোয়ারের প্রবল তোড়ে বাঁধ ভেঙে জয়ালভাংগা, নলবুনিয়া ও তেঁতুল বাড়িয়া এলাকার আটটি গ্রাম প্লাবিত হয়।

স্থানীয়দের অভিযোগ করে বলেন, বাঁধ মেরামতের গাফিলতির কারণে এই ক্ষতি হয়েছে। নদীতে জমিজমা, বসতভিটা বিলীন হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম সোহাগ জনবানীকে জানান, ‍“বিকল্প বেড়িবাঁধ নির্মাণের প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতোমধ্যে এখানে সিআইপি প্রকল্পের ফেস-২ এর সার্ভে কাজ চলমান আছে। দ্রুত স্থায়ীভাবে বাঁধ নির্মাণ করা হবে।”

তালতলী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সাদিক তানভীর জনবাণীকে জানান, “পায়রা নদীর বেড়িবাঁধ ভেঙে বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দ্রুত বেড়িবাঁধ মেরামতের জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে।”

এসএ/