গাড়ি পারাপরের চাপ বেড়েছে আরিচা-পাটুরিয়া ঘাটে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গাড়ি পারাপরের চাপ বেড়েছে আরিচা-পাটুরিয়া ঘাটে

পবিত্র ঈদ-উল-আযহা শেষ হতে না হতেই  মানিকগঞ্জের শিবালয় আরিচা-পাটুরিয়া লঞ্চ ও ফেরি ঘাটে শহর গামী কর্মমুখী মানুষের উপচে পড়া ভিড় বাড়তে শুরু করেছে। 

বুধবার (১৩ জুলাই) বেলা বাড়ার সাথে সাথে গাড়ি পারাপারের দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে। তবে এবার যাত্রী পারাপারে তেমনি কোন ভোগান্তি নেই বলরেই চলে। 

অধিকাংশ যাত্রীরা জানান, পদ্মা সেতু চালু হওয়াতে কোন রকম অসুবিধা ছাড়া এবার আমরা নিরাপদে বাড়িতে গিয়ে ঈদ করতে পেরেছি। ছুটি কম থাকায় তারাহুড়ো করে কর্মস্থলে ফিরতে হচ্ছে। তাছাড়া প্রতি বছর ঈদ এলে আরিচা ও পাটুরিয়া ঘাট পারাপার হতে আমাদের অনেক ভোগান্তি প্রহাতে হতো যা এবার দেখা হয়নি।  

বিআইডব্লিউটিসির আরিচা-পাটুরিয়া ঘাট কতৃর্পক্ষ জানান, গাড়ি ও যাত্রী পারাপারে আমাদের প্রায় ২১ টির বেশি ফেরি চালু রয়েছে। ফেরি ও লঞ্চে যাত্রীদের ভীড় পরিলক্ষিত হলেও তাদের কে নিরাপদে পারাপার করা হচ্ছে।

এসএ/