কপোতাক্ষ নদে ঈদ উপলক্ষে নৌকা বাইচ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


কপোতাক্ষ নদে ঈদ উপলক্ষে নৌকা বাইচ

যশোরে কেশবপুরে কবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদে ঈদুল আজহা উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

গত সোমবার (১১ জুলাই) বিকেলে কপোতাক্ষ নদের কেশবপুরের ত্রিমোহিনী অংশে উপজেলার ত্রিমোহিনী মোহনা খেলাঘর আসর ওই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করে। 

নৌকা বাইচ দেখার জন্য নদের দুপাড়ে হাজারও মানুষের ছিল উপচে পড়া ভিড়। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ৭টি দল অংশগ্রহণ করে। কপোতাক্ষ নদের আড় মাথা থেকে ত্রিমোহিনী বাজারের সাঁকো পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার নদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা দল। দ্বিতীয় হয়েছে কেশবপুরের গোপসানা ও তৃতীয় স্থান অধিকার করে সাগরদাঁড়ি দল।

উপজেলার ত্রিমোহিনী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওবায়দুর রহমানের সভাপতিত্বে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনিছুর রহমান। 

এসএ/