এএসআইয়ের বাসা থেকে ছিনতাই হওয়া স্বর্ণ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরের বাজারের স্বর্ণকারপট্টির স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই করা ৪০ ভরি স্বর্ণ পুলিশের এএসআইয়ের বাসা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানার এএসআই বাবুলসহ ২ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১৩ জুলাই) বিকেলে তাদের আটক করা হয়। তবে পুলিশের বিশেষ অভিযানে এএসআই বাবুলের ভাড়া বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার ধামরাই থানার গাংগুটিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. বাবুল হোসেন (৩৫) ও ভাঙ্গা পৌরসভার হোগলাডাঙ্গী সদরদীর মিজানুর রহমান মুন্সির ছেলে মেহেদী হাসান মৃদুল মুন্সী (২৪)।
মামলা সূত্রে জানা যায়, গত ৭ জুলাই রাতে ভাঙ্গা পৌরসদরের বাজারের স্বর্ণকারপট্টির পলাশ বণিকের সোনারতরী জুয়েলার্স থেকে কয়েকটি স্বর্ণের বার কেনেন নড়াইলের লোহাগড়ার পাপ্পু বিশ্বাস নামের এক স্বর্ণ ব্যবসায়ী। এ সময় একই দিন রাত সাড়ে ১২টায় একটি ভ্যানগাড়িতে পাপ্পু ও তার বন্ধু বিজয় লোহাগড়ার উদ্দেশে রওনা দেন। পরে স্বর্ণপট্টি পার হতেই সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল ও তার সহযোগী তাদের গতিরোধ করেন। এ সময় চোরাই স্বর্ণ পাচার করছেন, এমন অভিযোগ তুলে পাপ্পুকে অস্ত্রের মুখে ভয় দেখান বাবুল। পরে তার পকেটে থাকা মোট ১১টি স্বর্ণের বারের মধ্যে চারটি স্বর্ণের বার ছিনিয়ে নেন তিনি। এ সময় তাদের চুপচাপ চলে যেতে বলেন তারা।
ভাঙ্গা থানার ওসি সেলিম রেজা জনবাণীকে জানান, “এএসআই বাবুল হোসেন ও তার সোর্স মেহেদী হাসানকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তবে এএসআই বাবুল হোসেনের বাসা থেকে ৪০ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। এরই মধ্যে এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।”
এসএ/