শালীকে ধর্ষণে দুলাভাই শ্রীঘরে


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


শালীকে ধর্ষণে দুলাভাই শ্রীঘরে

লক্ষ্মীপুরের রামগঞ্জে শালীকে ধর্ষণের অভিযোগে মোখলেছুর রহমান বাবু নামের এক লম্পট দুলাভাইকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে রামগঞ্জ থানা পুলিশ। শশুর মোঃ রহমত উল্যা বেপারীর দায়ের করা মামলায় থানা পুলিশ ১২ জুলাই ভোর রাতে তাকে গ্রেপ্তার করে। 

ঘটনাটি ঘটেছে ১১ জুলাই রাত ৮ টায় উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের আকারতমা গ্রামের বেপারী বাড়ির পার্শ্ববর্তী মালি মোল্লা বাড়ির পরিত্যাক্ত বাগানে। বিষয়টি তাৎক্ষনিক জানাজানি হলে তার স্ত্রী ও শশুর বাড়ির লোকজন ধর্ষক লম্পট বাবুকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ করে। আটকের পর পুলিশ ধর্ষক বাবুকে নারী ও শিশু নিযার্তন আইনে লক্ষ্মীপুর জেল হাজতে প্রেরণ করেন। মোখলেছুর রহমান বাবু ২ নং নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের নোয়া বাড়ির আবদুল কাদেরের বখাটে ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২ নং নোয়াগাঁও ইউনিয়নের আশারকোটা গ্রামের নোয়া বাড়ির আবদুল কাদেরের ছেলে মোখলেছুর রহমান বাবু  ৯নং ভোলাকোট ইউনিয়নের আকারতমা গ্রামের বেপারী বাড়ির রহমত উল্যা বেপারীর বড় মেয়ের সাথে ২০১০ সালে প্রেম করে বিয়ে হয়। বিয়ের  ৪/৫ বছর পর হইতে পারিবারিক কলহের জেরে বাবু তার স্ত্রী রোমানা আক্তার সহ শশুর বাড়িতে থাকতো  এরই সুবাদে থেকে বাবু শশুর বাড়িতে সবসময় থাকার সুবাদে নিজ শালীকে সোমবার বিকেলে মটর সাইকেলে ঘুরতে বাহির হয়। বিভিন্ন তালবাহানা দিন পার করে রাত ৮ টায় শশুর বাড়ির পাশ্ববর্তী মালি মোল্লা বাড়ির পরিত্যাক্ত বাগানে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে শালী বিষয়টি পরিবারকে জানালে ১২ জুলাই রাতেই রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করলে পুলিশ দুলাভাই মোখলেছুর রহমান বাবুকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর জেলা কারাগারে প্রেরণ করেন।

বাবুর মা হাসিনা বেগম জনবাণীকে জানান, “বিয়ের পর থেকে বাবুর শশুর বাড়ির লোকজনের অত্যাচারে আমরা অতিষ্ঠ। বিয়ের ৪ বছরের মাথায় আমার ছেলেকেও তাদের বাড়িতে নিয়ে গেছে। ছেলের সাথে আমাদের কোন যোগাযোগ নাই। এখন কি হয়েছে সেটাও আমরা জানিনা।”

নির্যাতিতার পিতা রহমত উল্যা জনবাণীকে জানান, “বাবু আমার জামাই নয়। সে পশুর চেয়ে বেশী নিকৃষ্ট  হয়ে গেছে। আমি তার সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।”

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক জনবাণীকে জানান, “নারী ও শিশু নির্যাতন আইনে ভিকটিমের পিতার দায়ের করা মামলায় বাবুকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।”

এসএ/