নানা আয়োজনে মাগুরায় তারকা মেলা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


নানা আয়োজনে মাগুরায় তারকা মেলা

গান,নৃত্য,অভিনয়,কমেডি,কবিতা আবৃত্তিতে জমেছিলো ঈদ আনন্দ আড্ডা। নবগঙ্গা নদীর পাড়ে কফি হাউজে খোলামেলা পরিবেশে দারুণ উপভোগ্য ছিলো অনুষ্ঠানটি। 

ঢাকা থেকে যেসব তারকা শিল্পী এসেছিলেন তারা হলেন, চিত্র নায়ক রাজ,কমেডি কিং ও ছোটপর্দার নাট্য শিল্পী হেদায়েত উল্লাহ তুর্কী, জনপ্রিয় সংগীত শিল্পী মহুয়া লিপি, চ্যানেল আইয়ের সংগীত তারকা, ভারত বাংলাদেশের জনপ্রিয় শিল্পী রথীন মিত্র। শিল্পী কৃষ্ণা সরকার, শিল্পী  দুর্জয়,লিপি বিশ্বাস,বাউল শিল্পী নায়েব আলী,বাউল শিল্পী বাবুল আহমেদ, শিল্পী শামীম শরীফ আরো অনেকে। নৃত্য পরিবেশন করেন জনপ্রিয় নৃত্যজুটি আপেল খান ও ফারজানা।

কবিতা আবৃত্তি করেন, মাগুরার অন্যতম কবি মিয়া ওয়াহিদ কামাল বাবলু, কবি শামসুন নাহার, কবি এম এ হাকিম,কবি তপন কুমার তপু,মো কামরুজ্জামান, কবি বি এম এরশাদ আরো অনেকে।

কৌতুক পরিবেশন করেন জাতীয় কৌতুক শিল্পী হেদায়েত উল্লাহ তুর্কী। আলোচনা করেন, ডাঃ বাবুল রশীদ,সাংবাদিক রোস্তম মল্লিক,মিয়া ওয়াহিদ কামাল বাবলু, এম এ হাকিম,  চ্যানেল আইয়ের স্টাফ ফটোগ্রাফার মোোঃ শাহিনুল ইসলাম আরো অনেকে।

বুধবার (১৩ জুলাই) দিনব্যাপী অনুষ্ঠান শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়।

পুরো অনুষ্ঠান পরিচালনা করেন নাট্য পরিচালক শামীম শরীফ।

আর এইচ/ ওআ