সিংড়ায় কুকুরের কামড়ে আহত ২০
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
নাটোরের সিংড়ায় কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে ১২ জন সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, শুক্রবার রাত থেকে সিংড়া কোর্ট মাঠে ২/১ জন পথচারী কুকুরের কামরে আহত হয়। বৃহস্পতিবার ভোর থেকে পাগলা কুকুরের কামরের শিকার হয় নারী, পুরুষ, শিশু সহ ২০/২২ জন। এদের মধ্যে মাদ্রাসা মোড়, থানা মোড়, পল্লি বিদ্যুৎ রোড, বাজারের পথচারী রয়েছে।
সিংড়া পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ জান্নাতুল ফেরদৌস জনবাণীকে বলেন, “প্রানী হত্যা করা আইনত অপরাধ। এ কারনে আমরা কুকুরকে আটকের চেষ্টা করছি। এ বিষয়ে প্রাণী সম্পদ অধিদপ্তরের কথা বলা হয়েছে।”
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইফতেখারুল ইসলাম জনবাণীকে বলেন, “কুকুর নিধন করা নিষিদ্ধ। সেক্ষেত্রে আমরা বিগত দিনে যেভাবে কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে। আগামী আগষ্ট নাগাদ বাঁকি কুকুরদের ভ্যাকসিনের আওতায় আনা হবে। এতে করে জলাতঙ্ক রোগ হওয়ার আশংকা থাকবে না।”
এসএ/