বাস-প্রাইভেট সংঘর্ষে প্রাণ গেল ইষ্ট ওয়েষ্টের ছাত্রীর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার দড়িকান্দী এলাকায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মাহিমা রহমান(২৩) নামের এক বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারা গেছেন। এসময় তার সাথে থাকা আরোও ৪ জন আহত হয়েছেন।
নিহত মাহিমা রহমান উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকার ও মা জেনারেল হাসপাতালে মালিক মাহফুজ আহমেদের মেয়ে।সে ইষ্ট ওয়েষ্ট বিশ্ববিদ্যালয়ে ডাক্তারী বিষয়ে লেখাপড়া করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ দড়িকান্দি এলাকায় একটি প্রাইভেটকারে মাহিমা রহমান সহ ৫ জন যাওয়ার পথে একটি দ্রুত গতির যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ৫জন আহত হয়। তাদের মধ্যে মাহিমা রহমান সহ আরও ১জনের অবস্থা আশংকা জনক হওয়ায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মাহিমা রহমান মারা যান।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নবীর হোসেন জনবাণীকে বলেন, “বাস ও প্রাইভেটকারের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করি। আহতদের মধ্যে মাহিমা রহমান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ঘাতক বাসটি আটক করা হয়েছে।”
এসএ/