প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


প্রেমিককে ভিডিও কলে রেখে প্রেমিকার আত্মহত্যা

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এক তরুণীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) দিবাগত রাত একটার দিকে উপজেলার বয়ড়া ইউনিয়নের দাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ৬নং বয়ড়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ড সদস্য কালিপদ রায় জানান, প্রেমঘটিত কারণে বৃহস্পতিবার রাত ১ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুমাইয়া আক্তার (১৮) দাসকান্দি গ্রামের মৃত কুরবান আলীর মেয়ে।

সুমাইয়ার বোন সালমা আক্তার জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বাঘিয়া গ্রামের কেসমত আলীর ছেলে মোঃ সুমন হোসেনের (২২) সাথে দীর্ঘদিন ধরে সুমাইয়া আক্তারের প্রেমের সম্পর্ক ছিল। পারিবারিকভাবে উভয় পক্ষই সুমাইয়া এবং সুমনের বিয়েতে রাজি থাকলেও ছেলের বাবা মো. কেসমত আলী যৌতুক দাবি করেন অথবা ছেলে সুমনকে আগামী এক বছরের মধ্যে বিদেশে পাঠানোর খরচ দেয়ার শর্ত দেয়। সুমন বৃহস্পতিবার সন্ধ্যায় সুমাইয়াদের বাড়িতে এসে সুমাইয়া ও তার ভাই-বোনদের সঙ্গে কথা বলেন এবং বাবার কথায় রাজি হতে বলেন বলে সুমাইয়ার বোন দাবি করেন। এর পর রাত ১টার দিকে মো. সুমন হোসেন সুমাইয়ার বোন সালমা আক্তারের মোবাইল ফোনে সুমাইয়ার গলায় ফাঁসের কথা জানান বলেও দাবি তার।

বোন সালমা আক্তারের দাবি, মৃত্যুর সময় সুমাইয়ার কানে হেডফোন ছিল। সুমাইয়া সুমনকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম শুক্রবার বিকেলে জনবাণীকে জানান, ‍“প্রেমঘটিত কারণে আত্মহত্যার ঘটনা ঘটতে পারে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এসএ/