বিনষ্ট পৃথিবীকে সুন্দর করতে বৃক্ষ রোপন দরকার: শিক্ষামন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিনষ্ট পৃথিবীকে সুন্দর করতে বৃক্ষ রোপন দরকার: শিক্ষামন্ত্রী

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ডা: দিপু মনি বলেছেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ সুরক্ষার কথা বলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশকে সবুজায়ন করতে আমরা ১ দিনে দেশে ৩৫ লক্ষ গাছের চারা লাগিয়েছি। জলবায়ু পরিবর্তনে প্রধানমন্ত্রী বিশ্ব পুরস্কার পেয়েছেন। তাই দেশকে সবুজায়ন করতে সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনসহ দেশের সকল জনগণকে এগিয়ে আসা প্রয়োজন। পৃথিবীকে সবুজায়ন করতে হলে শিক্ষার্থীদের ছোটকাল থেকে গাছের যত্ন নিতে শেখাতে হবে। সারা পৃথিবীর পরিবেশ বিনষ্ট করে আমরা কোথায় নিয়ে গেছি। বিনষ্ট পৃথিবীকে সুন্দর করতে হলে বৃক্ষ রোপন দরকার।”

তিনি বলেন, “ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট অঞ্চলের শিক্ষার্থীদের ঘাটতি পূরণে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাম্প্রতিক বন্যার ভেসে যায় সিলেটের বিভিন্ন এলাকার শিক্ষার্থীদের বইখাতাসহ শিক্ষা সরঞ্জাম। বইপত্র হারিয়ে সবচেয়ে বিপাকে পরে এসএসসি পরীক্ষার্থীরা। বন্যার কারণে পিছিয়ে যাওয়া এসএসসি পরীক্ষা আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হবে।

সোমবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২ টায় সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীরস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংগঠন ন্যাশনওয়াইড এসোসিয়েশন ফর ইনট্রিগ্রেটেড ডেভলাপমেন্ট (নেইড) ইউকে আয়োজিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ৩৫ হাজার গাছের চারা বিতরণ ও একটি রিমোট মেডিকেল সেন্টার এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেইড এর চেয়ারম্যান আনোয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্যের অঙ্গরাজ্য ওয়েলস এর প্রধান বিচারপতি ও ফিনল্যান্ডের অনারারী কনসাল মি: জুলিয়ান এফ. ডব্লিউ. ফিলিপ্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল,সিলেট জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক,ওসমানীনগর সার্কেল অফিসার রফিকুল ইসলাম,ওসমানীনগর থানার এস আই সুবিনয়।

উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা রায়হানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্ত্তী, উপজেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অজিত পাল প্রমুখ।

এসএ/