Logo

দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় হাই-টেক পার্কে প্রযুক্তি সেবা দেবে এডিএন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ১৫:৪৬
10Shares
দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় হাই-টেক পার্কে প্রযুক্তি সেবা দেবে এডিএন
ছবি: সংগৃহীত

হাই-টেক পার্কে প্রযুক্তি সেবা ও অবকাঠামো উন্নয়নে দুই কোরিয়ান কোম্পানির সঙ্গে চুক্তি করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত এডিএন টেলিকম লিমিটেড।

দক্ষিণ কোরিয়া-ভিত্তিক প্রতিষ্ঠান দুটি হলো পিবিসি কোম্পানি লিমিটেড এবং সিএনডি মটরস কোম্পানি লিমিটেড।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্য অনুযায়ী, এই সমঝোতা চুক্তির আওতায় বাংলাদেশের তিনটি বড় প্রকল্পে টেকসই অবকাঠামো, নবায়নযোগ্য শক্তি এবং স্মার্ট গতিশীলতা উন্নয়নে একসঙ্গে কাজ করবে এডিএন টেলিকম ও কোরিয়ান প্রতিষ্ঠান দুটি।

চুক্তি অনুযায়ী, এডিএন টেলিকম হাই-টেক পার্কের প্রকল্পগুলোতে প্রাথমিক কার্যক্রম, সংযোজন কারখানা স্থাপন, বাজার উন্নয়ন এবং আইনি বিষয়গুলো দেখভাল করবে।

অন্যদিকে কোরিয়ান কোম্পানিগুলো সরবরাহ করবে আধুনিক প্রযুক্তি, সরঞ্জাম ও কারিগরি দক্ষতা।

প্রকল্পের আওতায় বৈদ্যুতিক থ্রি-হুইলার সরবরাহ, বুদ্ধিমত্তাভিত্তিক ট্র্যাফিক ব্যবস্থাপনা, এআই-ভিত্তিক সিগন্যাল সিস্টেম এবং সৌর স্ট্রিটলাইট স্থাপনসহ নানা উদ্যোগ নেওয়া হবে। এসব কার্যক্রম বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়ন ও টেকসই প্রবৃদ্ধিকে আরও ত্বরান্বিত করবে বলে আশা করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD