এন্ড্রু কিশোরের মৃত্যুর ৫ বছর পর পাঠানো হলো কর পরিশোধের নোটিশ

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্লেব্যাক শিল্পী এন্ড্রু কিশোর মারা গেছেন পাঁচ বছর আগে। তবে সম্প্রতি তাকে উদ্দেশ্য করে পাঠানো হয়েছে বকেয়া কর পরিশোধের নোটিশ।
কর অঞ্চল–১২ থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই শিল্পীর মোট ৭২ হাজার ৮০৩ টাকা বকেয়া রয়েছে।
চিঠিতে জানানো হয়, ২০০৫–০৬ অর্থবছরে ২২ হাজার ৪২৩ টাকা এবং ২০১২–১৩ অর্থবছরে ৫০ হাজার ৩৮০ টাকা কর পরিশোধ বাকি আছে। কর অঞ্চল–১২ এর সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের স্বাক্ষরিত এ নোটিশে বলা হয়েছে, নিয়ম অনুযায়ী মৃত করদাতার বকেয়া কর তার পরিবারের ওপর বর্তাবে।
তিনি জানান, মৃত করদাতার সম্পদ বা ব্যবসা থেকে আয় থাকলে উত্তরাধিকারীদের মধ্য থেকে একজনকে প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়। সেই প্রতিনিধি প্রতিবছর মৃত ব্যক্তির পক্ষে রিটার্ন জমা দেবেন এবং কর পরিশোধ করবেন। তবে করযোগ্য আয় না থাকলে রিটার্ন দেওয়ার প্রয়োজন নেই। যত দিন পর্যন্ত সম্পত্তি ভাগ-বাটোয়ারা না হয়, তত দিন এই প্রক্রিয়া চলবে। শর্ত ভঙ্গ করলে আইনগত পদক্ষেপও নেওয়া হতে পারে।
প্রসঙ্গত, দীর্ঘ অসুস্থতার পর ২০২০ সালের ৬ জুলাই প্রয়াত হন সঙ্গীতের অমর কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর। মৃত্যুর পরও কর সংক্রান্ত এই নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন
