আদালতেই স্ত্রীকে গলাকেটে হত্যা!


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


আদালতেই স্ত্রীকে গলাকেটে হত্যা!

আদালতে চলছে বিচারকার্য। বিচারক ও বসে আছেন তার স্থানে বিচার করার জন্য। এরই মধ্যে স্ত্রীকে গলাকেটে হত্যা করলো এক ব্যাক্তি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল ভারতের কর্নাটক রাজ্যে। ঘটনায় তাজ্জব বিচারক থেকে আদালতে উপস্থিত অন্যানরা। খবর আনন্দবাজারের।  

শনিবার (১৩ আগস্ট) ভারতের কর্নাটক রাজ্যের র হাসানের একটি পরিবার আদালত এ ঘটনা ঘটে। 

কর্নাটক পুলিশ সূত্রে খবর, ৩২ বছর বয়সী শিবকুমার এবং ২৮ বছরের চিত্রার বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। দু’পক্ষের আইনজীবীর জেরা শোনার পর মামলার পরবর্তী দিন জানান বিচারক। ঠিক সেই সময়েই ঘটে যায় লোমহর্ষক কাণ্ডটি।

জানা গেছে, শুনানি শেষে আদালতের ওয়াশরুমে গিয়েছিলেন চিত্রা। সেই সময় তার পিছু নেন শিবকুমার। হঠাৎ পকেট থেকে ছুরি বের করে সোজা কোপ বসান স্ত্রীর গলায়। তরুণীর আর্ত চিৎকারে দৌড়ে যান সবাই। রক্তাক্ত অবস্থায় চিত্রাকে তাৎক্ষণিক অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিত্রার উভয় ধমনী কেটে গেছে বলে জানান চিকিৎসকেরা।

অন্যদিকে, শিবকুমারকে বেশ কিছুক্ষণের চেষ্টায় বাগে আনে পুলিশ। তাকে হেফাজতে নেয়া হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, আগে পারিবারিক নির্যাতনের অভিযোগে শিবকুমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পুলিশ।

এসএ/