মানবাধিকার লঙ্ঘনকে অপপ্রচারের হাতিয়ার বানাচ্ছে বিএনপি: আ.লীগ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

জাতিসংঘের মানবাধিকার সংস্থাকে আওয়ামী লীগের প্রতিনিধি দল জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘনকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) ঢাকায় সফররত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান ররি মুনগোবেনের সাথে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বৈঠক করেন ক্ষমতাসীন দলের নেতারা।
এসময় মানবাধিকার নিয়ে যারা প্রশ্ন তুলছে, তাদের নিরপেক্ষতা যাচাইয়ের আহ্বান জানানো হয়।
বৈঠক শেষে তারা জানান, ‘বিশ্বের সব দেশে মানবাধিকার নিয়ে অনেক সমস্যা আছে। মানবাধিকার সমস্যা সমাধানে তারা বাংলাদেশের সাথে কাজ করতে চায়।’
এতে অংশ নেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৈঠক শেষে সেলিম মাহমুদ জানান, “মানবাধিকার লঙ্ঘনকে রাজনৈতিক অপপ্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে প্রতিনিধি দলকে জানানো হয়েছে।”
জাতিসংঘের প্রতিনিধি দলও পৃথিবীর সব দেশেই মানবাধিকার নিয়ে অনেক সমস্যা আছে বলে আওয়ামী লীগকে জানান। তারা মানবাধিকার রক্ষায় বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা বলেন। রোরি মআংগোভেন শিক্ষা, স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়নে বাংলাদেশের প্রশংসা করেছেন বলে জানান সেলিম মাহমুদ।
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
