১৫ আগস্টের বর্বরতা যেন কারবালার হত্যাকাণ্ডের চেয়েও ভয়ংকর: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, “১৫ আগস্টের বর্বরতা যেন কারবালার হত্যাকাণ্ডের চেয়েও ভয়ংকর। এ হত্যাকাণ্ডে নারী, শিশু, বৃদ্ধাসহ কেউ রেহাই পায়নি। শিগগিরই তদন্ত কমিশন গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।”
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়।
তিনি আরো বলেন, “১৫ আগস্ট যারা হত্যাযজ্ঞ চালিয়েছে শুধু তারা নয়, যারা সেই হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং বদনাম করেছিল তাদের সকলের মুখোশ উন্মোচন করা সময়ের দাবি।”
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, “পরিস্থিতির সাথে তাল মিলাতে নব্য আওয়ামী লীগ এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে তৎপরতা চালাচ্ছে। সাথে একদল দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে সরকারের বিরুদ্ধে বদনাম নৈরাজ্য সৃষ্টি সহ বিভিন্ন অপকর্মে জড়িত।”
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) সাবেক উপাচার্য ও শেকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন আহাম্মদ এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃষিবিদ অধ্যাপক ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, শেকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মহাসচিব এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব কৃষিবিদ মেজবাহ উদ্দিন ও বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোঃ সাঈদুর রহমান সেলিম।
আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, “১৫ আগস্ট শুধু একটি দুর্ঘটনা নয় এই দিনটি বাঙালি জাতির জন্য অভিশাপ স্বরূপ। যখনই দেশটি উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখনই বিএনপি জামাত নামক দলটি দেশি-বিদেশি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে উন্নয়নের অগ্রগতিকে বাধা দেয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল কৃষি তে উন্নয়ন, কৃষিবিজ্ঞানীরা তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কৃষিবিদ দের অবদান অনস্বীকার্য। কিন্তু এই কৃষিবিদ দের মাঝে বিভেদ সৃষ্টির জন্য কিছু সংখ্যক অপশক্তি দেখা দিচ্ছে।”
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম তার বক্তব্যে বলেন, “বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে সেনাবাহিনীদের অস্ত্র সরবরাহের দায়ে জিয়াউর রহমানকে আসামীদের তালিকায় প্রথম দিকে রাখা উচিত ছিলো। বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে অসম্পূর্ণ বিচার, কিছু নির্দিষ্ট খুনিদের বিচার করা হয়েছে, ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে আরও অনেকে। এ বিচারকার্যকে সম্পূর্ণ করতে প্রয়োজনে উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিশন গঠন করে দেশে-বিদেশে অবস্থান করা তৎকালীন ব্যর্থ রাজনীতিবিদ, দায়িত্বে অবহেলা করা আইন-শৃঙ্খলা বাহিনীসহ সবাইকে বিচারের আওতায় আনা উচিত যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সহায়তায় বঙ্গবন্ধু হত্যা বাস্তবায়িত হয়েছিলো।”
এসএ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
