বিকেলে বিএনপির সমাবেশ
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৬ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

বিএনপির কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ সমাবেশ করবে বিএনপি।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা মহানগরসহ সারা দেশের জেলা, মহানগর ও উপজেলা সদরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
রোববার (১৮ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।
তিনি জানান, দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ এবং আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আজ বিকেল ৩টায় প্রতিবাদ সমাবেশ হবে। কর্মসূচি সফল করতে দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের আহ্বান জানান রিজভী।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

আ.লীগের সঙ্গে আঁতাত করে ডাকসু নির্বাচন জিতেছে শিবির: মির্জা আব্বাস

কাতারে ইসরাইলি হামলা নিয়ে তারেক রহমানের সংহতি প্রকাশ

তুমিও জানো আমিও জানি, সাদিক কায়েম বাংলাদেশি: শাহবাগে শিবিরের স্লোগান

ঢাবি শিক্ষার্থীরা মুক্ত পরিবেশে নেতৃত্ব বেছে নিয়েছে: শিবির সভাপতি
