নওগাঁয় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৪:০৯ এএম, ২৯শে সেপ্টেম্বর ২০২২

নওগাঁয় র্যালী ও আলোচনাসভা
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে নওগাঁয় র্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকালে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে নিভিল সার্জন অফিস মিলনায়তনে ‘জলাতঙ্ক আর মৃত্যু নয়, সবার সাথে সমন্বয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাক্তার আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকারের সভাপতিত্ব করেনসভায় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. মহির উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মুনির আলী আকন্দ, মেডিক্যাল অফিসার ডাক্তার আশীষ কুমার, সিনিয়র স্বস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরী রাখেন।
এ সময় বিএমএ নওগাঁ জেলা কমিটির সভাপতি ডাক্তার মো. হাবিবুর রহমান সহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
