পাবনায় ২ মরদেহ উদ্ধার
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০২:২৮ এএম, ৪ঠা অক্টোবর ২০২২

পলাশ হোসাইন, পাবনা: পাবনায় নিখোঁজের দুইদিন পর যমুনা নদী থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (৩ অক্টোবর) পাবনার আমিনপুর থানার নগরবাড়ীর নটাখোলা যমুনা নদীর পয়েন্ট থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের সম্রাট হোসেন পান্না (১৮) এবং পাবনা সদর উপজেলার তারাবাড়িয়া ইউনিয়নের আশিক (২০)। সম্পর্কে দুজনে খালাতো ভাই।
নিহত সম্রাট হোসেন পান্নার চাচাতো ভাই শাহীন হোসেন বলেন, ১১ অক্টোবর ছিল দুজনের বিদেশ যাওয়ার ফ্লাইট। যাবার আগে এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।
আমিনপুর থানার ওসি রওশন আলম জানান, পান্না শেখ ও আশিক গত শনিবার আমিনপুর থানার রঘুনাথপুর গ্রামে খালাতো বোনের বিয়ে খাওয়ার জন্য আসেন। ওই দিন যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা। অনেক খোঁজাখুঁজি করে তাদের পাওয়া যায়নি। আজ নটাখোলা পয়েন্টে দুজনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জেবি/ আরএইচ/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
