হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মাহাথির


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন মাহাথির

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।

শুক্রবার (৪ জানুয়ারি) একটি বিবৃতি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে তার কার্যালয়। তবে বাড়িতে ফিরলেও কোনো দর্শনার্থীর সাথে দেখা করতে পারবেন না মাহাথির। খবর ব্লুমবার্গের।

৯৬ বছর বয়সী মাহাথিরকে গত ২২ জানুয়ারি মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের কার্ডিয়াক কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। আগে থেকেই হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগছিলেন মাহাথির। ২০০৬ সালে হার্টঅ্যাটাক করেন তিনি। তবে এবার তাকে বাইপাস সার্জারি করাতে হয়।

দুই দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির। তিনি মালয়েশিয়ায় সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন

ওআ/