বাংলাদেশ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০২:১৩ এএম, ১০ই জানুয়ারী ২০২৩

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কীম গঠন করা হয়।
উক্ত স্কীমের আওতায় ঋণ কার্যক্রম পরিচালনার জন্য (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের গভর্র্নর আব্দুর রউফ তালুকদার এর উপস্থিতিতে চুক্তিপত্রসমূহ ৫০টি ব্যাংকের প্রধান নির্বাহীগণের মধ্যে হস্তান্তর করা হয়।
উক্ত চুক্তিপত্রসমূহ হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এর পক্ষে ডেপুটি গভর্নর-৩ এ. কে. এম সাজেদুর রহমান খান, নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম এবং কৃষি ঋণ বিভাগের পরিচালক মো: আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন ।
অগ্রণী ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো: মুরশেদুল কবীর এবং কৃষি ও পল্লী ঋণ বিভাগের উপমহাব্যবস্থাপক ও বিভাগীয় প্রধান মোঃ সোলায়মান মোল্লা।
আরএক্স/