নানী হত্যার দায়ে নাতির যাবজ্জীবন
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০৪:২৫ এএম, ১লা ফেব্রুয়ারি ২০২৩

সিরাজগঞ্জের ক্ষুদ্র শিয়ালকোল গ্রামে নানীকে হত্যার অভিযোগে নাতীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বলে জানা গেছে।
জানা যায়, ২০১৯ সালে কথা কাটাকাটির জের ধরে নানী ওয়াজেদা খাতুনকে কুড়াল দিয়ে উপুর্যপুরি কুপিয়ে হত্যা করে নাতী সিয়াম উদ্দিন।
এ ঘটনায় নিহতের ছেলে ইউসুফ আলী বাদী হয়ে ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জ সদর থানায় ভাগ্নে সিয়াম উদ্দিনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে আসামীর স্বীকারোক্তি এবং সাক্ষ্য গ্রহণের পর ৩১ জানুয়ারি আদালত আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দেয় সেই সাথে ২০ হাজার টাকা জরিমানা ধার্য করেন অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
