বগুড়া শেরপুরে নারী মাদক বিক্রেতা হালিমা গ্রেফতার
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:৫২ এএম, ৩রা ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তরসাহা পাড়া এলাকায় অভিযান চালিয়ে নারী মাদক বিক্রেতা হালিমা খাতুন (৪০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১ ফেব্রুয়ারী) বিকালে ৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক বিক্রেতা হালিমাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। শেরপুর পুলিশ ফাঁড়ীর উপ-পরিদর্শক মো. ছাম্মাক হোসেন বলেন, পৌর শহরের উত্তরসাহাপাড়া এলাকার নজরুল ইসলাম নজুর স্ত্রী হালিমা খাতুন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো।
এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে পৌর শহরের উত্তর সাহা পাড়ায় হালিমার বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। এসময় তার কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। ইতিপূর্বে তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ টি মামলা বিচারাধিন রয়েছে।
এই নিয়ে তাকে সপ্তমবারের মত গ্রেফতার করা হলো। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান খোন্দকার বলেন, মাদক সম্রাজ্ঞী হালিমার বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। শেরপুরকে মাদকমুক্ত করতে শেরপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
