বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে গৃহবধূর আত্মহত্যা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৫৫ এএম, ১৪ই ফেব্রুয়ারি ২০২৩

বগুড়ার শেরপুরে গ্যাস ট্যাবলেট খেয়ে কুলছুম বেগম (৬২) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত কুলছুম উপজেলার ভবানীপুর ইউনিয়নের আমিনপুর পুরাতন কলোনি পাড়ার সাহার উদ্দিনের স্ত্রী।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে শেরপুর থানার এসআই মিথুন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গৃহবধূ কুলছুম দীর্ঘদিন যাবত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। আর্থিক অভাব অনটনও ছিল তার। রবিবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
পরে পরিবারের লোকজন তাকে অসুস্থ অবস্থায় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত ৯টার দিকে সে মারা যান। এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার জানান, এ ঘটনায় শেরপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
