বিএনপি অন্তর জ্বালায় ভুগছে: ওবায়দুল কাদের
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৩ এএম, ২৬শে ফেব্রুয়ারি ২০২৩

পদ্মাসেতু, মেট্রোরেল দেখলে এখন বিএনপি অন্তর জ্বালায় পুড়ে। তারা এখন সরকারের উন্নয়ন দেখে অন্তর জ্বালায় জ্বলছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) কোটালিপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পথ হারিয়ে পথিক এখন দিশেহারা। এটা তাদের পতনযাত্রা শুরু হয়েছে। তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না।
তিনি আরও বলেন, পদ্মা সেতু দেখলে তাদের গায়ে জ্বালা ধরে, মেট্রোরেল দেখে তারা অন্তর জ্বালায় ভুগছে। আন্দোলনের খেলায় তারা হেরে গেছে।