আমাকে কি ফজু পাগলা মনে হয়: ফজলুর রহমান


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮:২৮ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫


আমাকে কি ফজু পাগলা মনে হয়: ফজলুর রহমান
ফজলুর রহমান । ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ স্থগিত হওয়া সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, তাকে "ফজু পাগলা" বলে উপহাস করা হচ্ছে শুধুমাত্র মুক্তিযুদ্ধবিরোধীদের টিকে থাকার কৌশল হিসেবে।


তিনি স্পষ্ট করে বলেন, "আপনাদের কী মনে হয়, আমি ফজু পাগলা? আমাকে কী পাগল মনে হয়? আমাকে শুধু আল বদর আর রাজাকারের বাচ্চারাই এভাবে ডাকে, অন্য কেউ না।"


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে ইসলামের উত্থান স্পষ্ট হয়েছে: ফয়জুল করিম


বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জের মিঠামইনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।


ফজলুর রহমান বলেন, "যখন দেখি মুক্তিযুদ্ধকে অস্বীকার করা হচ্ছে, শহীদদের আত্মত্যাগকে অমূল্য বলা হচ্ছে, তখনই আমি প্রতিবাদ করেছি। যুক্তিতে হারাতে না পেরে কিছু ধর্মীয় বক্তা আমাকে পাগল আখ্যা দিয়েছে।"


আরও পড়ুন: ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন সালাহউদ্দিন


জামায়াতে ইসলামের সমালোচনা করে তিনি বলেন, স্বাধীনতার পরও তারা মুক্তিযুদ্ধকে ‘ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব’ বলে চালিয়ে দিয়েছে। তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, "জামায়াতের আমির সিলেটের ১৯ আসনের যেকোনো একটি আসনে দাঁড়ান, আমিও সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবো। যদি একটি আসনেও জয়ী হতে পারেন, তাহলে ভাববো আপনারা সত্যিকারের শক্তি।"


তিনি আরও বলেন, "আমি ধর্মবিদ্বেষী নই, আমি জামায়াতবিদ্বেষী। ইসলাম আমার ধর্ম, আর জামায়াত কেবল জামা-কাপড়ে ইসলাম।" আগামী সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করার ইচ্ছা ব্যক্ত করে তিনি দলীয় নেতাদের প্রতি সেই অনুরোধ জানান।


আরও পড়ুন: সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে: হাসান আল মামুন


অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম সভাপতিত্ব করেন। বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা ও স্থানীয় নারী-পুরুষসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।


এএস