ডাকসু নির্বাচনে ইসলামের উত্থান স্পষ্ট হয়েছে: ফয়জুল করিম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:০০ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামের উত্থান স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শাখা ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজিত “ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স-২০২৫” শীর্ষক অনুষ্ঠানে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন সালাহউদ্দিন
ফয়জুল করিম বলেন, "ডাকসু নির্বাচনে বামদের পতন ঘটেছে এবং ভারতপন্থিরা চিরতরে পরাজিত হয়েছে। এর মধ্য দিয়ে ইসলামের উত্থান স্পষ্ট হয়েছে।"
তিনি আরও যোগ করেন, "সলিমুল্লাহ মুসলমানদের জন্য যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, সেখানে দীর্ঘদিন আমরা কোণঠাসা ছিলাম। এবার ইসলামপন্থিদের বিজয় নতুন দিগন্তের সূচনা করেছে। ভবিষ্যতে যারা ডাকসু পরিচালনা করবেন, তারাই একসময় বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।"
আরও পড়ুন: সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে: হাসান আল মামুন
তিনি পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে মত দিয়ে বলেন, "এটি সবচেয়ে নিরাপদ ব্যবস্থা। এখানে ফ্যাসিবাদ তৈরি হবে না, পেশিশক্তি বা কালো টাকার প্রভাব থাকবে না। জাতীয় সংসদে সব মতাদর্শের মানুষ সুযোগ পাবে। ইসলামি দলগুলোও ঐক্যবদ্ধ হয়ে সামনে নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছে।"
বর্তমান প্রশাসনকে নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, প্রশাসনে সংস্কার না আনলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশাসনকে ঢেলে সাজানো জরুরি, অন্যথায় নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হবে।
এএস