ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে যা বললেন সালাহউদ্দিন

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কৌশল নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কৌশল নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে আয়োজিত এই বৈঠক শেষে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকেই জুলাই সনদের সুপারিশগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। ইতোমধ্যে ২৯টি দল লিখিত মতামত জমা দিয়েছে। নির্বাহী আদেশ, অধ্যাদেশ ও অফিস আদেশের মতো বিষয়ে ছয়টি প্রস্তাব পাওয়া গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি মনে করে বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে। তবে সংবিধান নিয়ে বিতর্ক তৈরি হতে পারে— এমন কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাষ্ট্রপতির মাধ্যমে আপিল বিভাগের মতামত নিয়ে সরকার যদি সংবিধান সংস্কার করে, তবে তা ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।
উল্লেখ্য, আগামী রবিবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন।
বিজ্ঞাপন
এএস









