নুরের ওপর হামলা

সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে: হাসান আল মামুন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪:০১ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫


সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে: হাসান আল মামুন
ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব হাসান আল মামুন অভিযোগ করেছেন, নুরুল হক নুরের ওপর হামলার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো হামলাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি সরকার।


বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, সেনাবাহিনী ও পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততায় প্রকাশ্যে সংঘটিত হামলার ঘটনা দেশবাসী মিডিয়ার মাধ্যমে প্রত্যক্ষ করেছে। হামলাকারীরা চিহ্নিত হলেও গ্রেপ্তার না হওয়া সরকারের টালবাহানার প্রমাণ।


আরও পড়ুন: ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন নাহিদ


তিনি বলেন, সরকার একটি তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিলেও তার কোনো দৃশ্যমান কার্যক্রম নেই। জনগণ এ ধরনের দায়সারাভাবে সময়ক্ষেপণ মেনে নেবে না। প্রশ্ন রেখে তিনি জানতে চান, সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে।


হাসান আল মামুন আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি তদন্ত কমিশনের কার্যক্রম জনসম্মুখে প্রকাশ করতে হবে।


আরও পড়ুন: চার্লি কার্ক হত্যায় গভীর শোক ও নিন্দা জানালেন তারেক রহমান


আওয়ামী লীগের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেনাপ্রধান নিজেই আওয়ামী লীগকে ‘রিফাইন’ করার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সেই প্রক্রিয়া ব্যর্থ হওয়ায় নুরের ওপর এই হামলা চালানো হয়েছে। এমনকি জাতীয় পার্টির মাধ্যমে একই চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


সংবাদ সম্মেলনে তিনি জানান, নুরুল হক নুর ঢামেকে টানা ১৪ দিন চিকিৎসাধীন আছেন। সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার উদ্যোগ না নিলে নেতাকর্মীরাই নুরকে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন।


আরও পড়ুন: "সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ প্রকাশ ফারুকের"


ঢাকা মেডিকেলের চিকিৎসায় সন্তুষ্ট হলেও তিনি জানান, দীর্ঘমেয়াদি চিকিৎসার জন্য নুরকে বিদেশে নেওয়া অত্যন্ত জরুরি।


এএস