ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়ে যা বললেন নাহিদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৪৩ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি নবনির্বাচিত ভিপি, জিএস, এজিএসসহ সকল নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে। এটি দেশের গণতান্ত্রিক চর্চার জন্য একটি ইতিবাচক অগ্রগতি।
আরও পড়ুন: চার্লি কার্ক হত্যায় গভীর শোক ও নিন্দা জানালেন তারেক রহমান
তিনি আরও আশা প্রকাশ করেন, ডাকসু শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্ল্যাটফর্ম হয়ে উঠবে এবং নতুন নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
নাহিদ ইসলাম পরাজিত প্রার্থীদের প্রতিও শুভকামনা জানিয়ে বলেন, সুস্থ প্রতিযোগিতার এই ধারা আগামী দিনের নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: "সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ প্রকাশ ফারুকের"
তিনি জোর দিয়ে বলেন, ডাকসু নির্বাচন নিয়মিতভাবে অব্যাহত থাকা প্রয়োজন। পাশাপাশি দ্রুত দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া উচিত, যাতে তরুণরা জাতীয় পুনর্গঠন ও গণতন্ত্রের চর্চায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারে।
উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা।
এএস
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

সরকার কি সেনাবাহিনীকে ভয় পাচ্ছে: হাসান আল মামুন

চার্লি কার্ক হত্যায় গভীর শোক ও নিন্দা জানালেন তারেক রহমান

"সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ প্রকাশ ফারুকের"

সুষ্ঠু নির্বাচন ব্যর্থ হলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের: সালাহউদ্দিন
