চার্লি কার্ক হত্যায় গভীর শোক ও নিন্দা জানালেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:৩৩ পিএম, ১১ই সেপ্টেম্বর ২০২৫

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে রক্ষণশীল রাজনীতিক চার্লি কার্ক হত্যাকাণ্ডে গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ ঘটনাকে নৃশংস উল্লেখ করে বলেন, “গণতান্ত্রিক সমাজে রাজনৈতিক বিশ্বাস বা সক্রিয়তার কারণে কারও জীবন এভাবে কেড়ে নেওয়া অগ্রহণযোগ্য।”
আরও পড়ুন: "সরকারই কি নির্বাচন বানচালের পথে? সন্দেহ প্রকাশ ফারুকের"
তারেক রহমান আরও বলেন, “চার্লি কার্কের মৃত্যুতে বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ধর্ম, মতাদর্শ বা দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও সহিংসতার মাধ্যমে কারও জীবন হরণ মানবাধিকারের পরিপন্থী। আমি নিহতের পরিবার ও প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং সান্ত্বনা প্রার্থনা করছি।”
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চার্লি কার্ক ইউটাহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তরুণ বয়সে তিনি টার্নিং পয়েন্ট ইউএসএ প্রতিষ্ঠা করেন এবং গত মার্কিন নির্বাচনে ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচন ব্যর্থ হলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের: সালাহউদ্দিন
অন্যদিকে, চার্লি কার্কের হত্যায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন।
এএস