সাপাহারে মহিলা আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৬:৪৬ এএম, ২৮শে ফেব্রুয়ারি ২০২৩

‘নারী পুরুষ ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ চলো গড়ি’ এ প্রতিপাদ্যের আলোকে নানা আয়োজনে নওগাঁর সাপাহারে বাংলাদেশ মহিলা আ.লীগের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ১মিনিট নীরবতা ও বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির শুরু হয়।
পরে বিকাল ৪ টার দিকে সিএনবি ডাকবাংলো একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে ডাক বাংলো চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফাহিমা বেগম। মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক ইস্ফাত জেরিন মিনার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুল আলম শাহ্ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, জেলা আওয়ামী লীগের প্রযুক্তি ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সোলায়মান আলী লিটন প্রমুখ।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
