ক্ষেতলালে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৫:২২ এএম, ১লা মার্চ ২০২৩

জয়পুরহাটের ক্ষেতলালে ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন উপলক্ষে সচেতনতামূলক র্যালী বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণের পর ডায়াবেটিক সমিতি কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ক্ষেতলাল ডায়াবেটিক সমিতি কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ক্ষেতলাল ডায়াবেটিক সমিতির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, ডা. নুর আলম সিদ্দিক, ওসি (তদন্ত) মাকছুদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল খাঁ, ক্ষেতলাল মানবিক ফাউন্ডেশনের পরিচালক ফেরদৌসী রানা চৌধুরী, প্রভাষক নাফিউল হাদী মিঠু প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির কো-অর্ডিনেটর আজিজুল হক। পরে প্রায় দেড় শতাধিক মানুষের বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় করা হয়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
