আমাকে বিয়ে করবেন ম্যাম, অনলাইন ক্লাসে ছাত্রের প্রস্তাব (ভিডিও)
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২

বিশ্বে
করোনাভাইরাস আসার পর থেকে স্কুল কলেজ বন্ধ থাকায় বেশিরভাগ সময় পড়াশুনো চলছে অনলাইন
ক্লাসের মাধ্যমে। আর এই গোটা সময়টা জুড়ে অনলাইন ক্লাসে মাঝে মধ্যেই নানা মজার ভিডিও
সামনে এসেছে। কখনও দেখা গিয়েছে অনলাইন ক্লাসের মাঝেই ঘুমিয়ে পড়েছে ছাত্র। আবার কখনও
ক্যামেরা বন্ধ আছে ভেবে ক্লাসের মাঝখানেই নাচ জুড়েছে শিক্ষার্থী। এই রকম অনেক ভিডিও
ভাইরাল হয়েছে। কিন্তু অনলাইন ক্লাসে টিচারকে বিয়ের প্রস্তাব? এই ভিডিও দেখে শোরগোল
শুরু হয়েছে নেট দুনিয়ায়।
সম্প্রতি
একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি ঠিক এক মাস আগে ইউটিউবে আপলোড
করা হয়। ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়েছে এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে অনলাইনে ক্লাস
নিচ্ছেন এক শিক্ষিকা। তারপরেই ঘটে যায় অঘটন।
ভিডিওতে
দেখা যাচ্ছে ওই শিক্ষিকা তার ছাত্রকে বলছেন, আমার কথা শোনা যাচ্ছে? ছাত্র বলছে, হ্যাঁ
ম্যাম, শোনা যাচ্ছে। এরপরেই শিক্ষিকা বলছেন, তোমাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারো?
এবার এক ছাত্র বলছে, ম্যাডাম আপনি কি বিবাহিত? শিক্ষিকা বলেন, না। তখন ছাত্র বলে বসে,
আমি আপনাকে ভালবাসি ম্যাম। শুনেই ম্যাডাম বলেন, আমিও তোমাদের সকলকে ভালবাসি। কিন্তু
এখানেই শেষ নয়।
ছাত্র
বলে বসে, না ম্যাম এই ভালবাসা সেই ভালবাসা নয়। আপনি আমাকে বিয়ে করবেন ম্যাম? আমি আপনাকে
বিয়ে করতে চাই। ছাত্রের এই প্রশ্নে কী উত্তর দেবেন প্রথমে বুঝতে পারেন না শিক্ষিকা।
যদিও তিনি সেই ছাত্রকে বোঝান এই ধরণের বিষয় যেন সে আর না করে। তবে সে ছাত্রের হেলদোল
নেই। সে হেসে চলেছে। এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। অনেকেই কড়া সমালোচনা করেছেন
ওই ছাত্রের। সূত্র: নিউজ ১৮।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
ওআ/