অজ্ঞাত গাড়িচাপায় প্রাণ গেল ৩ জনের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৯:২২ পিএম, ৬ই মার্চ ২০২৩

সিরাজগঞ্জে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেলের তিন জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ৬টার দিকে হাটিকুমরুলে ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নান নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল ইসলাম।
তিনি জানান, সকাল ৬টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের মান্নান নগর এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
তিনি আরও জানান, এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি হাটিকুমরুল থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
