ক্ষেতলালে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:০৮ এএম, ১০ই মার্চ ২০২৩

জয়পুরহাটের ক্ষেতলাল সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) সরকারি ছাঈদ আলতাফুন্নেছা কলেজের আয়োজনে কলেজের আজির উদ্দিন হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সহিদুল ইসলাম।
কলেজের বাংলা শিক্ষক মাহমুদ আল রাজীর সঞ্চালনায় অনুষ্ঠেয় আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইংরেজি শিক্ষক আমিরুল ইসলাম, ভূগোল শিক্ষক আহসান হাবীব।
শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর ৭ই মার্চের রেসকোর্স ময়দানে দেওয়া সেই ঐতিহাসিক ভাষণটি প্রদান করেন ওই কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের মেধাবী ছাত্র সামিউল হক সায়িম।
আলোচনা সভা শেষে, ওই কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ সহিদুল ইসলাম।
কুইজ প্রতিযোগিতায় প্রথম একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র সামিউল হক, দ্বিতীয় বিজ্ঞান বিভাগের সোনিয়া এবং তৃতীয় বিজ্ঞান বিভাগের বর্ষা আক্তার পুষ্প। এসময় উপস্থিত ছিলেন, কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী প্রমুখ।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
