শাকিব খানের মামলায় রহমত উল্লাহর নামে সমন জারি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১:১৩ পিএম, ২৩শে মার্চ ২০২৩

আদালতে শাকিব খান। ছবি: সংগৃহীত
প্রযোজক রহমত উল্লাহের বিরুদ্ধে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে আদালতে মামলা করেছেন চিত্রনায়ক শাকিব খান।
বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকা মহানগর হাকিম আরফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি। আদালত তার জবানবন্দি গ্রহণ করে মোহাম্মদ রহমত উল্লাহকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।
এর আগে সকাল সাড়ে ১১ টায় শাকিব খান আদালতে উপস্থিত হন। এরপর আদালত তার জবানবন্দি রেকর্ড করেন।
মামলার আর্জিতে বলা হয়, ২০২৩ সালের ১৬ মার্চ রহমত উল্লাহ চিত্রনায়ক শাকিব খানের কাছে এক লাখ ডলার চাঁদা দাবি করেন ও প্রাণনাশের হুমকি দেন।
জেবি/এসবি