বেড়ায় জাটকা বিক্রির দায়ে জরিমানা
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০২:১৪ এএম, ৪ঠা এপ্রিল ২০২৩

পাবনার বেড়ায় জাটকা বিক্রির দায়ে মাছ ব্যবসায়ীকে জরিমানা ও জব্দকৃত মাছ এতিম খানায় বিতরন করা হয়েছে।
সোমবার (৩ এপ্রিল) উপজেলার রাজধরদিয়া লতিফপুর ঘাটে জাটকা বিক্রির দায়ে নজরুল ইসলাম বিশ্বাস নামে এক মাছ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
এ সময় তার কাছ থেকে ২ শ ৮০ কেজি জাটকা জব্দ করে কাজীর হাট নৌ- পুলিশ কর্মকর্তারা। সোমবার সকালে বেড়া উপজেলা নির্বাহী অফিসার মোহা.সবুর আলি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। কাজীর হাট নৌ-পুলিশ এস আই আবুল কালাম আজাদ জানান,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রাজধরদিয়া লতিফপুর ঘাটে অভিযান চালিয়ে ১৪ পেটি জাটকা আটক করা হয়। পরে আটককৃত মাছ এতিম খানায় দেওয়ার জন্য ইসলামি ফাউন্ডেশন বেড়া শাখায় হস্তান্তর করা হয়।
আরএক্স
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
