সিটি মেয়র পদে আর নির্বাচন করব না : আরিফুল হক


Janobani

জনবাণী ডেস্ক

প্রকাশ: ০২:১৮ এএম, ১৩ই এপ্রিল ২০২৩


সিটি মেয়র পদে আর নির্বাচন করব না : আরিফুল হক
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী

লন্ডনে সফররত সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ইফতার মাহফিলে তার বক্তব্যে জানিয়েছেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র পদের নির্বাচনে অংশ নিচ্ছে না বিএনপি। 


স্থানীয় সময় লন্ডনে মঙ্গলবার রাতে যুক্তরাজ্য যুবদল আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।


এ সময় আরিফুল হক চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘এ সরকারের আমলে দুবার সিলেটের মেয়র নির্বাচিত হয়েছি। কিন্তু এবার যেহেতু আমার দল বিএনপি সিদ্ধান্ত নিয়েছে এই স্বৈরাচারী সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না, সেই সিদ্ধান্তে অটল থেকেই আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না।’


তিনি বলেন, সংবাদমাধ্যমে নানা রকম সংবাদ এসেছে। কোনো সংবাদপত্র লিখেছে, দুই সপ্তাহ ধরে আমি লন্ডনে আছি। কিন্তু আমি পাঁচ দিন হয়েছে লন্ডনে এসেছি এবং নেতার সঙ্গে মিটিংও করেছি।


মেয়র আরিফুল হক মন্তব্য করে আরও বলেছেন সিলেট থেকেই সরকার পতনের আন্দোলন শুরু হবে।