যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই মহাসড়কে
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০:১০ পিএম, ১৯শে এপ্রিল ২০২৩

পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র নাড়ীর টানে ঘরে ফিরছেন সাধারণ মানুষজন। প্রিয়জনদের কাছে ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ।
বুধবার (১৯ এপ্রিল) ভোর থেকে মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও স্বাভাবিক রয়েছে সিরাজগঞ্জের ৪৫ কিলোমিটার মহাসড়ক। কোথাও কোনো ধীরগতি বা যানজট নেই।
বঙ্গবন্ধু সেতু পশ্চিমের কড্ডার মোড় এলাকা থেকে সার্জেন্ট তাহাজ্জত হোসেন বলেন, মহাসড়কে যানবাহনের চাপ বাড়ছে তবে কোথাও কোনো যানজট বা ধীরগতি নেই। ভোরের দিকে যানবাহনের চাপ একটু বেশি ছিল।
হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ট্রাফিক পরিদর্শক মো. মনিরুল ইসলাম বলেন, ভোর থেকে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। তবে কোথাও কোনও ধীরগতি বা যানজটের মতো কোনও অবস্থা তৈরি হয়নি।
সিরাজগঞ্জের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান খান সালেক বলেন, মহাসড়কে যানবাহন বাড়ছে। ভোরের দিক সেটি আরও বেড়েছে। তবে মহাসড়কে চাপ থাকলেও কোনো যানজট বা ধীরগতি নেই।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
