শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে ব্যাংকার গ্রেফতার
জনবাণী ডেস্ক
প্রকাশ: ০১:৩৭ এএম, ৩রা মে ২০২৩

জয়পুরহাটে বিয়ের প্রলোভনে শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগের মামলায় এরশাদ আলী (৩৩) নামের এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১ মে) রাতে জয়পুরহাট শহরের জানিয়ার বাগান মহল্লা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
ওই ব্যাংক কর্মকর্তা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কর্মরত ছিলেন।
এজাহারে বলা হয়েছে, ফেসবুকে তিন বছর আগে তাদের পরিচয় হয় এবং প্রেমের সম্পর্ক গড়ে উঠে। তবে ওই ব্যাংক কর্মকর্তা তার স্ত্রী থাকার বিষয়টি গোপন করেন। প্রেমের সম্পর্কের একপর্যায়ে তারা দুজন বিভিন্ন স্থানে একান্তে সময় কাটাতেন। প্রায় আট মাস আগে থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভাড়া বাসায় নিয়ে তাকে ধর্ষণ করে আসছিলেন এরশাদ আলী। গত ১৪ মার্চ রাতে ভাড়া বাসায় নিয়ে বিয়ের প্রলোভন দিয়ে আবারও তাকে ধর্ষণ করেন। পরে বিয়ে করার কথা বললে ওই ব্যাংক কর্মকর্তা তালবাহনা শুরু করেন এবং তাকে হত্যার হুমকি দেন।
জয়পুরহাট থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংক কর্মকর্তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
