চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৭:০৩ এএম, ৫ই মে ২০২৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৩ ইউনিয়নে পৃথক পৃথকভাবে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) বিকালে এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন- দেবীনগর ইউনিয়নের ইসারুল ইসলাম (৪২), চরবাগডাঙ্গা ইউনিয়নের রফিকুল ইসলাম (৩৫) ও শাজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর ভোলাপাড়া গ্রামের মো. মফিজ উদ্দনের ছেলে জাহাঙ্গীর (৪০)।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, বিকালে বাইসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে হরিশপুর গ্রামের চাঁদতারা মসজিদের সামনে বজ্রপাতে ঘটনাস্থলেই জাহাঙ্গীর মারা যান। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যায়।
এছাড়া চরবাগডাঙ্গা এলাকায় ধান কাটতে গিয়ে বজ্রপাতে রফিকুল এবং দেবীনগর গ্রামে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসারুল মারা যান।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
