মায়ের মৃত্যু, খবর পেয়ে মারা গেলেন মেয়েও
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৪ পিএম, ৬ই মে ২০২৩

নওগাঁয় মায়ের মৃত্যুর খবর পেয়ে শোক সইতে না পেরে মারা গেলেন মেয়েও। শুক্রবার (৫ মে) তাদের দুপুর ও সন্ধ্যায় দুপুর ও সন্ধ্যায় তাদের মৃত্যুর ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা- নওগাঁর আত্রাই উপজেলার বিলগলিয়া গ্রামের মৃত আলহাজ্ব কফিল উদ্দিনের স্ত্রী জাহানারা বেগম (১০০) এবং তাদের মেয়ে জিন্নাতুন নেছা (৬৬)।
জিন্নাতুন নেছার স্বামী মোজাম্মেল হক জানান, আমার শাশুড়ি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল দুপুরে সংবাদ আসে তিনি মারা গেছেন। মৃত্যুর সংবাদটি শোনার পর আমার স্ত্রী জিন্নাতুন নেছা অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে নওগাঁ সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও, আমার স্ত্রী তার মায়ের মৃত্যুর বিষয়টি মেনে নিতে পারেনি। এজন্য সংবাদটি পাওয়ার পরে অসুস্থ হয়ে পড়েন। একইসঙ্গে দু’জনের মৃত্যু আমাদের পরিবার ও আত্মীয়-স্বজন কোনোভাবেই মেনে নিতে পারছে না।
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

২১৪ বছরেও স্কুলে নেই নতুনত্বের ছোঁয়া, ছাদ থেকে খসে পড়ছে কংক্রিট

জয়পুরহাটে মাদ্রাসায় নিয়োগে জালিয়াতি: ৯ লাখ ১৪ হাজার ১৫০ টাকা বেতন–ভাতা ফেরতের নির্দেশ

মান্দায় ভিমরুলের কামড়ে প্রতিবন্ধী যুবকের মৃত্যু

এবার রাজশাহীর মাইজভান্ডারী দরবারে হামলা-ভাঙচুর বিক্ষুব্ধ জনতার
